দর্পণ ডেস্ক :
গরুর গুঁতা খেয়ে আহত হয়েছেন এক নেতা। নিজ বাড়ির উঠানে হাঁটতে বেরিয়ে ভারতের লোকসভা সদস্য জনতা পার্টির (বিজেপি) নেতা ও গুজরাটে স্থানীয় সরকারের সাবেক মন্ত্রী লিলাধর বাঘলাকে (৮৩) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গুঁতা খেয়ে মাথায় আঘাত ও পাঁজরের হাড় ভেঙে গেছে তার।

সকালে নিজের বাড়ির উঠানে হাঁটছিলেন লিলাধর। এমন সময় তার গোয়ালঘর থেকে একটি গরু হঠাৎ ছুঁটে আসে। পরে গরুটি লিলাধরকে গুঁতা দেয়। এতে তিনি মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত গেছে।

বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) আছেন। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে জানান, মাথায় আঘাতসহ পাঁজরের একাধিক হাড় ভেঙে গেছে বিজেপি নেতার।
তিনি গুজরাটে স্থানীয় সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, লোকসভার সদস্য নির্বাচিত হওয়ার পূর্বে।