অনলাইন ডেস্ক : হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করে আপিল বিভাগের রায়ের পর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আগামী ২৬ জুন গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে। আর প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করবেন ১৮ জুন থেকে।

রোববার নির্বাচন কমিশনারদের এক বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৫ মে গাজীপুরে ভোট করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছিল। সে হিসেবে প্রচারণা শুরু করেছিলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

পরে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ একটি রিট আবেদন করলে হাইকোর্ট গত ৬ মে এ সিটির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেন।

৭ মে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার ও ৮ মে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন। বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় নির্বাচন কমিশনের পক্ষে আবেদন করা হয়। পরে হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করেন আপিল বিভাগ।