গণিত বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল ১০ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৮। অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
বাংলাদেশ গণিত সমিতি ও এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে ১০ম জাতীয় স্নাতকগণিত অলিম্পিয়াড(চট্টগ্রাম অঞ্চল)- ২০১৮ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।অনুষ্ঠানের বিশেষ অতিথি চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.শফিউল আলম, জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটি,বাংলাদেশ গণিত সমিতি এর সদস্য সচিব ও বুয়েট গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ মনিরুল আলম সরকার,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও ১০ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড (চট্টগ্রাম অঞ্চল) ২০১৮ এর আহবায়ক প্রফেসর ড. গনেশ চন্দ্র রায় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর গণিত বিভাগের পাঠ্যক্রম কমিটির গবেষক কাজী মোঃ খায়রুল বাসার সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা ও অংশগ্রহণকারীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উক্ত প্রতিযোগিতায় অংশ নেয় চবির গণিত বিভাগ ,চবির ইঞ্জিনিয়ারিং অনুষদ,চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট),নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম ,চিটাগং ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি,ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,সাদার্ন ইউনিভার্সিটি,বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ,সিটি কলেজ ও কক্সবাজার সরকারী কলেজ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও ১০ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড (চট্টগ্রাম অঞ্চল) ২০১৮ এর আহবায়ক প্রফেসর ড. গনেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও বিভাগের শিক্ষক সৈয়দ মুহাম্মদ ইরফানুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্বাগত বক্তব্য দেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও ১০ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড (চট্টগ্রাম অঞ্চল) ২০১৮ এর সদস্য সচিব মুহাম্মদ ফোরকান। এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শফিউল আলম,গণিত অলিম্পিয়াডের সদস্য সচিব ও বুয়েটের প্রফেসর ড. মোঃ মনিরুল আলম সরকার,চবি গণিত বিভাগের প্রফেসর ড. নীল রতন ভট্টাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. কল্যাণ কুমার দে ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর গণিত বিভাগের পাঠ্যক্রম কমিটির গবেষক কাজী মোঃ খায়রুল বাসার ।অনুষ্ঠানের ২য় পর্বের শুরুতে গণিত বিষয়ক আলোচনা, প্রশ্নাত্তর পর্ব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিজ্ঞপ্তি