‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’সহ শ্রোতাপ্রিয় অনেক গানের সুরকার সেলিম আশরাফ আজ মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত ৩টার দিকে না ফেরার দেশে চলে যান তিনি। তার স্ত্রী বিশিষ্ট কণ্ঠশিল্পী আলম আরা মিনু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন
আলম আরা মিনু বলেন, অদির বাবা ও বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ আর নেই। রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সবাই ওর ন্য দোয়া করবেন।’
চার বছর ধরে অসুস্থতায় ভোগা সেলিম আশরাফকে র্সবশেষ গত ১৩ ফেব্রুয়ারি গুরুতর অবস্থায় রাজধানীর রামপুরায় বেটার লাইফ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসা নিয়ে বেশ অর্থকষ্টে পড়েছিলেন তিনি। এ জন্য প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়ান। ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র করে দেন শেখ হাসিনা।
কিছুদিন আগে সেলিম আশরাফের চিকিৎসার জন্য পাঁচ হাজার ডলার সহায়তা করেন এন্ড্রু কিশোর।
শ্বাসকষ্ট, রক্ত ও কিডনির সমস্যার কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে ভারতের চেন্নাইয়ে ১৩ দিন চিকিৎসা করিয়েছিলেন সুরকার সেলিম আশরাফ। তখন থেকে কয়েক মাস তিনি বেশ সুস্থ ছিলেন।
এরপর গত বছরের ফেব্রুয়ারিতে তার শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা প্রকট আকার ধারণ করায় রাজধারীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় চিকিৎসার ব্যয় নিয়ে সমস্যায় পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। সেই টাকা দিয়ে আবার তার চিকিৎসা শুরু হয়।
কিন্তু চলতি বছরের শুরুর দিকে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন সেলিম আশরাফ। সেই অসুস্থতা থেকেই বিদায় নিলেন তিনি।