ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসায় চিকিৎসকরা। ছবি: ডেইলি বাংলাদেশ

শনিবার রাত ৮টার দিকে নিউ ইস্কাটনের বিআইএএম মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে চালকের পরিবর্তে  পরিচিত এক বাড়ির দারোয়ান  চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আরিফুল ইসলাম (১৫), মো. রাসূল (১৪), মো. হামিদ (১৫) ও টিয়া বেগম (৩৫)।

আহত আরিফুল জানায়, তারা ওই কলেজের সামনের রাস্তার পাশে চটপটির দোকানে চটপটি খাচ্ছিলো। তখন একটি কাভার্ডভ্যান তাদের উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে তারা আহত হয়। আর আহত আরিফুলের বাবা আবু তাহেরের চটপটির দোকানটিও ভেঙে যায়।

আহতরা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাইম্যাক্স ইউনানী ল্যাবরেটরি লিমিটেডের কাভার্ডভ্যানটি পাশেই দাড় করিয়ে রাখা ছিলো। তখন চালকের এক পরিচিত ৬৪/১ নম্বর মজিদ সাহেবের বাড়ির দারোয়ান নুরু (৪৫) চালকের কাছ থেকে চাবি নিয়ে কাভার্ডভ্যানটি চালাতে শুরু করে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে মানুষসহ চটপটির দোকানের উপর দিয়ে উঠিয়ে দেয়।

হাতিরঝিল থানার ইন্সপেক্টর (অপারেশন) গোলাম আজম জানান, দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৪ জন। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটির আসল চালক ও দারোয়ানকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহত ৪ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।