অনলাইন ডেস্ক : আজ রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘মধ্যবর্তিনী’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে এর নাট্যরূপ ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে তারিন জাহান, রওনক হাসান, উর্মিলা শ্রাবন্ত্মী কর প্রমুখ
আজ রাত ৮টায় প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দলোকে’। অধ্যাপক সৌমিত্র শেখরের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তাশিক আহমেদ ও মুকাদ্দেম বাবু। গান গেয়েছেন ফাহিম হোসেন চৌধুরী, অণিমা রায় এবং সাজিদ আকবর। নৃত্য পরিবেশন করেছেন সায়কা ও তার দল। রবীন্দ্রনাথের রক্ত করবী নাটকের অংশ বিশেষ পরিবেশন করবে পদাতিক নাট্য সংসদ
এটিএন বাংলায় আজ রাত ৯টায় প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ফাঁকি কবিতা অবলম্বনে বিশেষ নাটক ‘ফাঁকি’। নাট্যরূপ ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, আরমান পারভেজ মুরাদ ও টুটুল চৌধুরী।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.