ছোট্ট ইজানের সঙ্গে সুইমিং পুলে কী করছেন সানিয়া! দেখুন ছবি

নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জা। টুইটার কিংবা ইনস্টাগ্রাম -কোথাও না কোথাও টুকটাক আপডেট দিতেই থাকেন তিনি।  এবার দুবাইতে ছোট্ট ইজানকে নিয়ে সুইমিং পুলে খেলার ছবি শেয়ার করেছেন তিনি।

দীর্ঘ দু বছরের বিরতির পর আবার টেনিস কোর্টে ফিরেছেন সানিয়া মির্জা। ইউক্রেনের নাদিয়া কিতচেনককে সঙ্গে নিয়ে ডাবলসে জুটি বেঁধেছেন। হোবার্ট ইন্টারন্যাশনালে নেমেই চ্যাম্পিয়ন হন। কিন্তু চোটের জন্য অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ান তিনি। সেখানেও টেনিস কোর্টের বাইরে বরাবরই ইজানের উপস্থিতি চোখে পড়েছে।

 

Gosh he loves the water  @izhaan.mirzamalik #waterbaby

A post shared by Sania Mirza (@mirzasaniar) on Feb 20, 2020 at 8:16am PST

সেই ইজানকে নিয়ে দুবাইয়ে গেটওয়ে সুইমিং পুলে খেলা করতে দেখা গেল সানিয়া মির্জাকে। নিজের ইনস্টাগ্রামে মা-ছেলের সেই ছবি ইতিমধ্যেই মন কেড়ে নিয়েছে নেটিজেনদের।

আরও পড়ুন – মুজিব শতবর্ষে টি-২০ সিরিজের বিশ্ব একাদশ দলে কে নেই! গেইল থেকে দু প্লেসি, তারকার ছড়াছড়ি