অনলাইন ডেস্ক :ধাতুর গায়ে যখন জং ধরে যায় তা ফেলে না দিয়ে ঘরোয়া জিনিসের সাহায্যে সেই জং তুলে ফেলুন | সাদা ভিনিগার বা অ্যালুমিনিয়াম ফয়েল বা বেকিং সোডার সাহায্যে জং তুলে ফেলা সম্ভব | তবে এর জন্য খানিকটা ধৈর্য দরকার | কিন্তু খানিকক্ষণের মধ্যেই দেখবেন ধাতু থেকে জং উঠে গিয়ে আবার আগের মতই চকচকে হয়ে গেছে |
১) বেকিং সোডা : যার গায়ে জং ধরেছে সেই মেটাল ভালো করে ধুয়ে জল ঝেড়ে নিন | এরপর ওপর থেকে বেকিং সোডা ছড়িয়ে দিন | জং ধরা অংশে যেন ভালো করে বেকিং সোডার কোটিং পরে | এক ঘন্টা রেখে দিন | এরপর বাসন মাজার স্টিল উল বা মেটাল ব্রাশের সাহায্যে ঘষে ঘষে জং তুলে ফেলুন | জল দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন |
২) সাদা ভিনিগার : জং ধরা জিনিস সাদা ভিনিগারে ডুবিয়ে রাখুন | সারা রাত ওইভাবে রেখে দিন | ১২-১৩ ঘন্টা ভিজিয়ে রাখার পর স্টিল উল বা মেটাল ব্রাশের সাহায্যে জং তুলে ফেলুন | জং ধরা জিনিস যদি চুবিয়ে রাখতে না পারেন তাহলে একটা কাপড় ভালো করে ভিনিগারে ভিজিয়ে জং ধরা জিনিসের ওপর জড়িয়ে দিন |
৩) আলু ও বাসন মাজার লিকুইড সাবান : শুনতে আশ্চর্য লাগলেও এই উপায়ে কিন্তু সহজেই জং তুলে ফেলা যায় | একটা আলু কে দুই ভাগ করে কেটে নিন | আলুর সাদা দিকে ভালো করে বাসন মাজার লিকুইড সাবান লাগিয়ে জং ধরা অংশে ঘষুন | দেখবেন জং মুছে যাচ্ছে |
৪) লেবু আর নুন : জং ধরা অংশ ভালো করে নুনের প্রলেপ দিন | একটা লেবু দুই টুকরো করে কেটে নিন | লেবুর রস নুনের ওপর ছড়িয়ে দিন | খানিকক্ষণ রেখে দিন | এরপর স্টিল উল দিয়ে জায়গাটা ঘষুন | দেখবেন জং উঠে গেছে | যদি প্রথমবারে জং না যায় তাহলে এই পদ্ধতি আরো একবার রিপিট করুন | মরচে উঠে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন |
# কাপড়ে মরচের দাগ কীভাবে তুলবেন?
কাপড়ে মরচের দাগ লেগে গেলে তা কাপড় কাচার সাবান দিয়ে তোলা যায় না | এর জন্য দরকার লেবুর রস | দাগ লাগা অংশে লেবুর রস লাগিয়ে দিন | কিছুক্ষন রাখুন | দেখবেন লেবুর রস যেন শুকিয়ে না যায় | এবার ঠান্ডা জলের কলায় তলায় দাগ লাগা অংশে কচলে কচলে ধুয়ে নিন | কড়া দাগ হলে লেবুর রসের সঙ্গে নুন ব্যবহার করুন |
# পোর্সেলিন বা সেরামিকের গায়ে মরচের দাগ কীভাবে তুলবেন?
এর জন্য ধরকার লেবুর রস আর বোরক্স পাউডার বা সোহাগা | দুটো একসঙ্গে মিশিয়ে জং এর দাগের ওপর লাগিয়ে দিন | ঘন্টাখানেক রেখে ঝামা পাথর দিয়ে ঘষে দাগ তুলে নিন | তবে সেরামিকের বাসনের বেলায় ঝামা পাথর দিয়ে ঘষবেন না | পাত্র ভালো করে শুকিয়ে রাখুন যাতে নতুন করে জং না ধরে |
# স্টেনলেস স্টিলের গায়ে জং ধরলে কী করবেন?
স্টেনলেস স্টিলের গা থেকে জং তুলতে স্যান্ড পেপার দিয়ে জং ধরা অংশ গোল করে ঘষুন | এরপর এর ওপর একটুকরো পেঁয়াজ দিয়ে ঘষে নিন | এরপর জল দিয়ে ধুয়ে নিন |