দর্পণ ডেস্ক : সড়ক দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরদিন জামিনে মুক্তি পেয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুসল মেন্ডিস। সোমবার ২০ লাখ শ্রীলঙ্কান রুপি দিয়ে জামিন পান তিনি। আগামী ৯ সেপ্টেম্বর আবার আদালতে হাজিরা দিতে হবে তাকে।
পুলিশ ও বিচারিক মেডিকেল কর্মকর্তার প্রাথমিক তদন্তের পর মেন্ডিসকে ড্রাইভিংয়ের অনুমতিও দেয়া হয়েছে।
লঙ্কান পুলিশের মিডিয়া বিভাগের বরাত দিয়ে শ্রীলঙ্কার বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, রোববার ভোরে কলম্বোর দক্ষিণে পানাদুরা নামক এলাকায় মেন্ডিসের গাড়ির ধাক্কায় নিহত হন ৬৪ বছর বয়সী এক সাইকেল আরোহী। দুর্ঘটনার সময় মেন্ডিসই গাড়িটি চালাচ্ছিলেন বলে জানায় পুলিশ।
হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান ওই ব্যক্তি।