এর আগে গত ৪ ও ৬ ফেব্রুয়ারি ওই দুই মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান জি কে শামীম। এই জামিনের বিষয়টি শনিবার (৭ মার্চ) জানাজানি হয়
অস্ত্র ও মাদক মামলায় জি কে শামীমের জামিন স্থগিত করার আদেশ দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। রবিবার (৮ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে গত ৪ ও ৬ ফেব্রুয়ারি ওই দুই মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান জি কে শামীম। এই জামিনের বিষয়টি গতকাল শনিবার জানাজানি হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৬ ফেব্রুয়ারি অস্ত্র আইনের মামলায় জি কে শামীমকে ছয়মাসের জামিন দেন।
এর আগে ৪ ফেব্রুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিচারপতি মো রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একবছরের জন্য জি কে শামীমকে জামিন দেন। জানতে চাওয়া হলে গতকাল ওই দুই আদালতে নিয়োজিত রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানিয়েছেন, তারা এবিষয়ে জানেন না।
আরও পড়ুন- জি কে শামীমের জামিন স্থগিত করতে রাষ্ট্রপক্ষের উদ্যোগ
অস্ত্র ও মাদক মামলাসহ জি কে শামীমের বিরুদ্ধে আরও দু’টি মামলা আছে। এই দু’টি মামলায় এখনো জামিন পাননি তিনি। একারণে জি কে শামীম এখনই মুক্ত হচ্ছেন না বলে তার আইনজীবী শওকত ওসমান ঢাকা ট্রিবিউন‘কে জানান।
গতবছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন জি কে শামীম। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোট চারটি মামলা হয়।
একইসাথে, গতবছরের ২১ অক্টোবর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিকে শামীমের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় শামীমের বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ আনা হয়।