অনলাইন ডেস্ক :

কুমিল্লার বরুড়ায় কথিত জিন তাড়ানোর নামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আবুল কাসেম (৬৫) নামে কথিত এক কবিরাজকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আবুল কাসেম উপজেলার পয়ালগাছা ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, আবুল কাসেম প্রায় তিন বছর আগে সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নেওয়ার পর নিজ এলাকায় কথিত জিন দ্বারা ঝাড়ফুঁকের মাধ্যমে বিভিন্ন রোগের অপচিকিৎসা দিয়ে আসছেন। এই অপচিকিৎসার আড়ালে প্রায় ছয় মাস ধরে একই ইউনিয়নের সুদ্রা গ্রামের এক কিশোরীকে তিনি একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার মা এবং পরিবারের লোকজন বিষয়টি স্থানীয়দের জানান। এ ঘটনায় রবিবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে এলাকাবাসী আবুল কাসেমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ বিষয়ে বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, কথিত কবিরাজ ধর্ষক আবুল কাসেমকে আটক করা হয়েছে। অপরদিকে ধর্ষণের শিকার ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বরুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।