দর্পণ স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লীগ জয় দিয়ে শুরু করলো চেলসি। গতকাল হাডার্সফিল্ড ইউনাইটেডকে ৩-০ গোলে হারায় তারা। এদিন প্রিমিয়ার লীগে চেলসির হয়ে অভিষেকেই গোল করেন জর্জিনিয়ো। গােলের দেখা পেয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এনগোলো কন্তে। দলের পক্ষে আরেকটি গোল করেন পেদ্রো। এদিন প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে চেলসি।
৩৪ মিনিটে বাঁ-দিক থেকে উইলিয়ানের ক্রসে গোল করেন ফরাসি মিডফিল্ডার এনগোলা কন্তে। চার মিনিট পরই সমতায় ফিরতে পারতো স্বাগতিকরা। কিন্তু স্ট্রাইকার স্টিভ মুনিয়ের হেড লাগে পোস্টে। ৪৫তম মিনিটে পেনাল্টিতে গোল করে ব্যবধান দ্বিগুন করেন গত মাসে নাপোলি থেকে চেলসিতে যোগ দেয়া মিডফিল্ডার জর্জিনিয়ো। ডিফেন্ডার আলোনসো ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অষ্টম খেলােয়াড় হিসেবে প্রিমিয়ার লীগে অভিষেক পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলে জন্ম নেয়া এই ইতালিয়ান। ৫৮তম মিনিটে আলোনসোর শট পোস্টে লাগলে নিশ্চিত গোল বঞ্চিত হয় চেলসি। ৮০ মিনিটে বদলি নামা এডেনে হ্যাজার্ডের পাসে দলের শেষ গোলটি করে স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রাে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.