দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণপ্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ এ প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণপ্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এসব কথা জানান।

তিনি বলেন, পুরান ঢাকা, সিলেট, রাজশাহীর পুরাতন ঐতিহ্যবাহী কিছু ভূমিকম্পে ঝুকিপূর্ণ ভবনের জন্য এ ঋণ দেয়া হবে।

এছাড়া ফায়ার সার্ভিসসহ দুর্যোগ ব্যবস্থা কাজে ব্যবহারের জন্য প্রায় ১৭ কোটি টাকার সরঞ্জাম খুব শিগগিরই কেনা হবে।

এ ছাড়া জাইকার সহযোগিতায় ত্রুটিপূর্ন ভবন গুলো ভূমিকম্প সহনীয় করা হবে। একইসঙ্গে উচ্চমাত্রার ভূমিকম্প সহনীয় নতুন ভবনের নকশা প্রনয়নে প্রকৌশলীদের প্রশিক্ষণ দেযা হবে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।