বন্দুকযুদ্ধ শেষে তল্লাশি চালাচ্ছে র‍্যাব। ছবি: ডেইলি বাংলাদেশ

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জাদিমোড়া ক্যাম্পের বাসিন্দা নূর হোসেন, মো. ফারুক, মো. ইমরান, শালবাগান ক্যাম্পের বাসিন্দা মো. আলী হোসেন।

সোমবার ভোরে টেকনাফের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

টেকনাফে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে পাওয়া অস্ত্র ও কার্তুজ

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে কুখ্যাত জাকির ওরফে জকি ডাকাতের আস্তানার খোঁজে অভিযান চালায়। এ সময় ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে সাত ডাকাত নিহত হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সাতটি এলজি, তিনটি পিস্তল, ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।