অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘কোনো প্রকার তদন্ত ছাড়াই শুধুমাত্র মৌখিক অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একজন ছাত্রীকে বহিষ্কার করল। এটা মৌলিক অধিকারপরিপন্থী। কোনোভাবেই কাজটি ঠিক হয়নি।’

সংবাদ সম্মেলনে তিনি জানান, কোটা বিরোধী আন্দোলন চলাকালে মধ্যরাতে ঢাবি ভিসির বাসভবনে হামলার ঘটনা এবং বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ফোনালাপ একই সূত্রে গাঁথা।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি আন্দোলনে বারবার ব্যর্থ হয়ে এখন পরগাছা দলে পরিণত হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে আঁকড়ে ধরে তারা বেঁচে থাকার চেষ্ট করছে। দলটির নেতা তারেক রহমানের টেলিফোন, আন্দোলন নিয়ে নির্দেশনা এবং ভিসির বাড়িতে হামলা একই সূত্রে গাঁথা।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারি চাকরিতে কোটা পদ্ধতি প্রধানমন্ত্রী বাতিল করেছেন। এরপর মুক্তিযোদ্ধার সন্তানেরা দাবি জানিয়েছেন। তাদের দাবি সরকার নিশ্চয় বিবেচনা করবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষাবিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাপা, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রচার উপ-কমিটির সদস্য আশরাফ সিদ্দিকী বীটু, দফতর উপ-কমিটির সদস্য খন্দকার তারেক রায়হান প্রমুখ।