দর্পণ ডেস্ক : তনুশ্রী দত্তকে আইনি নোটিশ পাঠিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন নানা পাটেকর। গতকাল শুক্রবার এ কথা জানান তার আইনজীবী রাজেন্দ্র শিরোদকর। শিরোদকরের দাবি, তনুশ্রী মিথ্যা কথা বলছেন, সেজন্য তার ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন নানা।
নানার বিরুদ্ধে তনুশ্রীর অভিযোগ, ১০ বছর আগে একটি ছবির গানের দৃশ্য তোলার সময় নানা তাকে যৌন হেনস্তা করেছিলেন। এমনকি শুটিংয়ের মাঝপথে থামিয়ে তনুশ্রী নিজের ভ্যানিটি কারে ঢুকে গেলে, নিজের রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে কয়েকজন ভাড়াটে গু-াকে তার ভ্যানিটি কার ঘিরে রাখার নির্দেশও দিয়েছিলেন নানা। পরে তনুশ্রীর বাবা-মা তাকে নিতে গেলে তাদের গাড়িতে হামলা চালিয়ে উইন্ডস্ক্রিন ভেঙে দিয়েছিল সেই গুণ্ডারা।

তনুশ্রীর করা যৌন হেনস্তার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে নানা পাল্টাপ্রশ্ন করেছেন, কীভাবে সেটে শুটিং চলাকালে কমপক্ষে ১০০ জন মানুষের সামনে কাউকে যৌন হেনস্তা করা সম্ভব?
এদিকে তনুশ্রীর অভিযোগকে সমর্থন জানিয়েছেন জ্যানিস সিকুয়েরা নামে এক নারী সাংবাদিক এবং শাইনি শেট্টি নামে এক নারী সহকারী পরিচালকও। তারা দুজনই সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তনুশ্রীর পাশে দাঁড়িয়ে তার সমর্থনে শুক্রবার টুইট করেছেন টুইংকেল খান্না, সোনম কাপুর, প্রিয়াংকা চোপড়া, পরিণীতি চোপড়া, ফারহান আখতার, রিচা চাড্ডা এবং স্বরা ভাস্কর। অমিতাভ বচ্চন, সালমান খান, আমির খানের মতো বলিউডের নামি অভিনেতারা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।