দর্পণ ডেস্ক : ৪ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) মিটিংয়ে তফসিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা।

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, সাক্ষাতকালে তফসিল বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে কোনো আলোচনা হয়নি। আগামী ৪ নভেম্বর ইসির মিটিংয়ে তফসিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সিইসি কে. এম. নুরুল হুদার নেতৃত্বে বঙ্গভবনে প্রবেশ করেন চার কমিশনার ও একজন সচিব।

সিইসির সঙ্গে ছিলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী। এছাড়া ইসি সচিব হেলালুদ্দীন আহমদও সঙ্গে ছিলেন।