ফিফা জানায়, দক্ষিণ আমেরিকার দেশগুলোর ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবলের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর তাই ২৬ থেকে ৩১ মার্চের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২২ সালে কাতারে আয়োজিত বিশ্বকাপের মূল লড়াইয়ে খেলার যোগ্যতা অর্জনের জন্য দক্ষিণ আমেরিকার দেশগুলোর বাছাই পর্বের ম্যাচগুলোর তারিখ পুনর্বিন্যাস করা হচ্ছে।
ফিফা আরো জানায়, বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে সবার স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। আর তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে খুব শিগগিরই আলোচনার মাধ্যমে ওই ম্যাচগুলোর নতুন তারিখ জানানো হবে।
এর আগে, ১১ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো পিছিয়ে দিতে ফিফার কাছে আবেদন করে কনমেবল। তাদের চিঠিতে বলা হয়, দক্ষিণ আমেরিকান দলগুলোতে ডাকা খেলোয়াড়দের নিয়ে ঝুঁকিতে রয়েছে। কারণ অনেক খেলোয়াড় ইউরোপে খেলে। ওইসব দেশ থেকে আসার পর তাদের মাধ্যমে ভাইরাস ছড়ানোর উচ্চ ঝুঁকি থাকবে। তাই তাদের কোয়ারেনটাইনে রাখা হতে পারে।