অনলাইন ডেস্ক :দাদা হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ২৮ মে রাজধানীর অ্যাপোলে হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মঈন জয়ের স্ত্রী ফারিয়া ফাতেহ। বর্তমানে মা ও ছেলে দুজনেই ভালো আছেন। নবাগতের নাম রাখা হয়েছে ফাইজান।
বর্তমানে ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে রয়েছেন। তবে একমাত্র পুত্রের ঘরে নাতির মুখ দেখে সৌদি যান তিনি। অবশ্য এর আগেই নানা হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার একমাত্র কন্যা অনি এক কন্যার মা।
স্ত্রী জাহানার মৃত্যুর পর থেকে নিরাপদ সড়কের দাবিতে কাজ করে চলেছেন এই অভিনেতা। গড়ে তুলেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলন। এ আন্দোলনের দাবিতে নিরাপদ সড়ক দিবস ঘোষণা করা হয়। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখায় ২০১৮ সালে একুশে পদক লাভ করেন।