নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক-বিরোধীদের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে সংঘর্ষের ঘটনায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। আজ শুক্রবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২। যদিও টাইমস নাও জানাচ্ছে, মৃতের সংখ্যা ৪৩। আহত প্রায় তিন শতাধিক, এদের মধ্যে ৮০ জনেরও বেশি মানুষ গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
গত ২৪ ঘন্টায় দিল্লিতে নতুন করে সংঘর্ষের খবর নেই। তবে আজ শুক্রবার। জুমার নামাজের আগে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে দিল্লির আশঙ্কাজনক এলাকাগুলোতে। পাশাপাশি ধর্মীয় স্থানগুলোর সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। চলছে পুলিশের টহল। অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বলা চলে নিরাপত্তার চাদরে দিল্লি।
বিডি-প্রতিদিন/শফিক