দর্পণ ডেস্ক : ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার (দ্য ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ (এফএফপি) ভঙ্গের অভিযোগে দুই মৌসুমের জন্য চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ হলো ম্যানসিটি। নিষেধাজ্ঞার সঙ্গে ৩০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।

উয়েফা জানায়, ইংলিশ এই ক্লাবটি বড় ধরনের নিয়ম ভঙ্গের অপরাধ করেছে।

সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন ক্লাবটি বিশ্বের অন্যতম ধনী ফুটবল ক্লাবগুলোর একটি।

এমন শাস্তির বিষয়ে হতাশা প্রকাশ করেছে ম্যানসিটি কর্তৃপক্ষ। তারা অভিযোগ অস্বীকার করে উল্টো উয়েফার তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে উয়েফার এই শাস্তিতে বিস্মিত নয় বলেও জানিয়েছে ক্লাবটি।

পেপ গার্দিওলার অধীনে টানা দুই মৌসুম প্রিমিয়ার লিগ জিতেছে সিটি। ঘরে তুলেছে ইএফএল কাপও। কিন্তু ইতিহাদের ক্লাবটির অভাব কেবল চ্যাম্পিয়নস লিগের। গার্দিওলাও এখনও সিটির অধরা আশাটুকু পূর্ণ করতে পারেননি। এর মধ্যে উল্টো ঝামেলায় পড়লো সিটি।