ঢাকায় পাঠানো প্রবাসীর রক্ত পরীক্ষার প্রাথমিক রিপোর্টে করোনা ভাইরাস ধরা পড়েনি বলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে রিপোর্টটি এখন সিলেটে এসে পৌঁছায়নি।
রোববার সকালে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। তবে পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
চিকিৎসকরা জানিয়েছেন ‘নেগেটিভ’। রিপোর্টের হার্ডকপি হাতে আসলে অন্য কোনো সমস্যা না থাকলে রোববারই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, করোনাভাইরাস সন্দেহে ভর্তি হওয়া যুবককে দেখেছি। তার লক্ষণগুলো শুনে আমার কাছে মনে হয়েছে এটিই তার দীর্ঘমেয়াদী সমস্যা। তারপরও নিশ্চিত হওয়ার জন্য রক্ত পরীক্ষা করা হয়েছে। আগামীকাল রিপোর্ট হাতে আসবে।
এর আগে গত বুধবার করোনোভাইরাস সন্দেহে দুবাই ফেরত প্রবাসী সিলেটের কানাইঘাট উপজেলার সুতারগ্রামের হাফিজ আলী হোসেনের ছেলে দুবাই প্রবাসী জাকারিয়া (৩২) কে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে ২৯ ফেব্রুয়ারি ওই প্রবাসী দুবাই থেকে দেশে ফেরেন। এরপর তিনি জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হলে বুধবার দুপুরে তিনি রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখান থেকে তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেয়া হয়।
তিনি ঢাকায় না গিয়ে নগরের একটি বাসায় অবস্থান করেন। পরে রাতে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনের জন্য পাঠানো হয়। পরে বৃহস্পতিবার প্রবাসীর রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। সেই পরীক্ষার রিপোর্ট রোববার সিলেটে এসে পৌঁছানোর কথা রয়েছে।