দর্পণ ডেস্ক : জয়পুরহাটে দুর্বৃত্তদের গুলিতে জামালপুর ইউপি যুবলীগের সদস্য সাবু ইসলাম (৩২) আহত হয়েছেন।
রোববার (২১ অক্টোবর) রাতে জামালপুর ধুতিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাবু ইসলাম ধুতিয়া পাড়ার নূরুল মণ্ডলের ছেলে। তার পেটের বাম পাশে গুলি লেগেছে বলে জানা গেছে।
জয়পুরহাট সদর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মুমিনুল হক জানান, সাবুসহ চারজন বাড়ির পাশে বাদশা মিয়ার পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।