অনলাইন ডেস্ক : দেশ থেকে জঙ্গি শেষ হয়েছে এমনটা বলা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গি হামলা চলছে। হলি আর্টিজেনের ঘটনার পর বাংলাদেশে এমন ঘটনা আর আমরা ঘটতে দেইনি।’
আজ রোববার সকাল ১১ টার দিকে রাজধানীর গুলশান এভিনিউয়ে অবস্থিত পুরাতন থানার সামনে হলি আর্টিজেনে জঙ্গি হামলায় নিহত পুলিশের দুই সদস্যের স্মরণে নির্মিত ভাস্কর্যের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশ কমিশনার।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘জঙ্গি থাকতে পারে। তবে আমাদের গোয়েন্দা পুলিশ ও পুলিশের অন্যান্য সদস্যারা কাজ করে যাচ্ছে। হলি আর্টিজেনের ঘটনার পর সারা দেশে আমরা একের পর এক অভিযান চালিয়ে জঙ্গি আস্তানা চিহ্নিত করেছি। অনেক জঙ্গী এতে নিহত হয়েছে। অনেককেই আবার জীবিত উদ্ধার করতে পেরেছি। আমরা এসব অভিযান সুষ্ঠুভাবে পরিচালনা না করতে পারলে বিদেশি রাষ্ট্রদূত, ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে মুখ সরিয়ে নিত।
যেকোনো মূল্যে সন্ত্রাসী কার্যকম প্রতিরোধ করা হবে উল্লেখ করে পুলিশ কমিশনার আরও বলেন, ‘হলি আর্টিজেনের ঘটনার মাস্টার মাইন্ডসহ পুরো মামলার রহস্য আমরা উন্মোচন করেছি। চলতি সপ্তাহে এ মামলার অভিযোগপত্র আদালতে দায়ের করা হবে।’
এ সময় নিহতের পরিবারের সদস্য, গুলশান-বনানীর বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা ভাস্কর্যের পুষ্পস্তবক অর্পণ করেন।