দর্পণ ডেস্ক : দেশীয় সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। এরই ধারাবাহিকতায় শাকিব খান নতুন একটি ছবির কাজ শুরু করেছেন। ছবির নাম ‘শাহেনশাহ’। প্রথমবার একসাথে জুটি বেঁধেছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। নতুন মুখ হিসেবে থাকছেন রাদেলা জান্নাত।

পরিচালক শামীম আহমেদ রনী বলেন, ছবিটির কাজ অনেক আগেই করার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। তবে আমরা ছবিটির কাজ খুব তাড়াতাড়ি শেষ করে ফেলব। পরিচালক বলছেন ছবিটির মাধ্যমে শাকিব খান হবেন এ দেশের সত্যিকারের ‘শাহেনশাহ’।

শামীম আহমেদ রনী আরো বলেন, আমি একসময় ভেবেছিলাম কলকাতা থেকে অভিনেত্রী নির্বাচন করব। কিন্তু শাকিব খান আমাকে বললেন যে কলকাতা থেকে অভিনেত্রী না নিয়ে দেশ থেকেই নাও। আমাদের দেশে তো অভিনেত্রীর অভাব নেই। নতুনদের সুযোগ দাও।

প্রসঙ্গত এর আগে ছবিটির একটি গানের শুটিং থাইল্যান্ডে হলেও শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবির পরবর্তী পর্যায়ে শুটিং শুরু নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কা কাটিয়ে সম্প্রতি এফডিসিতে ছবিটির শুটিং শুরু করেছেন শাকিব খান।