দর্পণ ডেস্ক : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের কাছে হেরে গেছে। এনিয়ে বাছাইপর্বে টানা দুই ম্যাচ হারল বাংলাদেশ। প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ গোলে হারা বাংলাদেশ শুক্রবার তাজিকিস্তানের দুশানবেতে ‘ডি’ গ্রুপের ম্যাচে তাইনিজ তাইপের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে। প্রথমার্ধের শেষ দিকে ৪৪তম মিনিটে প্রথম গোল করে চাইনিজ তাইপে। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও এক গোল হজম করে লাল-সবুজের দল।

আগামীকাল গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রাথমিক বাছাইয়ের ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপকে নিয়ে হবে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড। সেখান থেকে চার দল পাবে ২০১৯ সালে থাইল্যান্ডে হতে যাওয়া মূল পর্বের টিকিট।