“ঐ তারাগুলোর একটিতে গিয়ে আমি বাস করব। একটার মধ্য থেকে আমি হাসব। তখন রাতের আকাশের দিকে তাকিয়ে তোমার মনে হবে যেন সবগুলো তারাই হাসছে।
এক সময়ে তুমি স্বান্তনা খুঁজে পাবে। (সময় সকল দুঃখকেই ভুলিয়ে দেয়)। খুশি হবে এই ভেবে যে, তুমি আমাকে চিনতে পেরেছ।
তারপর থেকে তুমি আমার বন্ধু হবে। চিরকালের জন্যে। আমি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না।”