দর্পণ ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের এখনও ১ টেস্ট বাকি। সিরিজে ২-১ এ পিছিয়ে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কিন্তু টেস্ট সিরিজ শেষ হওয়ার আগেই ওয়ানডে সিরিজের অধিনায়ক ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ফ্যাফ ডু প্লেসির পরিবর্তে টি-টোয়েন্টি অধিনায়ক কুইন্টন ডি কককে ওয়ানডে অধিনায়ক করা হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে ১৫ জনের ওয়ানডে দলেও জায়গা হয়নি ডুপ্লেসির। ৩৯ ম্যাচে প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছেন প্লেসি। এর মধ্যে ২৮টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। হেরেছে ১০টিতে।

শুধু ওয়ানডেই নয়, টেস্ট অধিনায়কত্বও হুমকির মুখে ডু প্লেসির। কারণ, সর্বশেষ আট টেস্টের মধ্যে তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ৭টিতেই হেরেছে।

চলমান টেস্ট সিরিজের প্রথমটিতে জয় পেয়ছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু পরের দুই টেস্টে হেরেছে তারা। তাই দক্ষিণ আফ্রিকা চাইবে শেষ টেস্ট জিতে সিরিজ সমতা আনতে। অন্যদিকে ইংল্যান্ড চাইবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ জিতে নিতে।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড :

কুইন্টন ডি কক (অধিনায়ক, রিজা হেন্ডরিক্স, টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, জন জন স্মাটস, আন্দিল পেহলুকাইয়ো, লুথো সিপামলা, লুঙ্গি এনগিদি, তাবরিজ শামসি, সিসান্দা মাগালা, বিজর্ন ফরচুইন, বিউরান হেন্ডরিক্স, জানেমান মালান এবং কাইল ভেরেইন।