দর্পণ ডেস্ক : নতুন এক চমক নিয়ে আসছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ নিপুণ। কিছুদিন আগে বড় বোন নার্গিস আক্তার পলিনের সঙ্গে একটি গানের ভিডিওতে এক ফ্রেমে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এ গানটিতে তার সঙ্গে মডেল হওয়ার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন পলিন। সম্প্রতি কলকাতায় ৩০ লাখ টাকার বেশি বাজেটের এই ভিডিও’র গানের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। গানটির শিরোনাম ‘রঙের কৌটা’। দশদিন পর গানটি প্রকাশ হতে যাচ্ছে।
নিপুণ বলেন, আগামী ১০ সেপ্টেম্বর পলিন আপা লন্ডন থেকে ঢাকায় আসবেন। আর ১২ সেপ্টেম্বর দুপুরে একটি পাঁচ তারকা হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গানটি প্রকাশ করা হবে। দারুণ হয়েছে কাজটি। ভিন্নতা খুঁজে পাবেন দর্শকরা। আমার বোন পলিন লন্ডনে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। সেখানেই তার সংসার ও কর্মজীবন। ছোটবেলা থেকেই তিনি গান পছন্দ করেন। নিয়মিত গেয়েও থাকেন বিভিন্ন অনুষ্ঠানে। তবে আনুষ্ঠানিকভাবে এই প্রথম বাজারে আসছে তার গাওয়া কোনো গান। বোন হিসেবে এটা আমার জন্য অনেক আনন্দের।