কিন্তু না। নাটকে রাজত্ব করলেও সিনেমায় মাঠে এসে ক্রিজে টিকতে পারেননি। ব্যর্থই হয়েছেন তিনি, ফিরে গেছেন ড্রেসিং রুমে। অর্থাৎ ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরে যান নাটকের অভিনয়ে। ঘটনা বছর কয়েক আগের। সেই সব ভুলে ফের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সেই সিনেমার শুটিং শুরু হবার কথা বুধবার।
ছবির নাম ‘যদি…কিন্তু…তবুও’। এটি নির্মাণ করতে যাচ্ছেন ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত পরিচালক শিহাব শাহীন। গত জানুয়ারি মাসে ঘোষণা দেন এই সিনেমা নির্মাণের। এতে জিয়াউর ফারুক অপূর্বর বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া।
জানা গেছে, বুধবার থেকে কক্সবাজার ও বান্দরবানে শুটিং শুরুর কথা ছিলো ‘যদি…কিন্তু…তবুও’ ছবির। এদিন একসঙ্গে শুটিংয়ে অংশ নেয়ার কথাও চিল অপূর্ব ও নুসরাত ফারিয়ার। কিন্তু করোনাভাইরাসের কারণে স্থগিত করা হলো ছবির শুটিং।
শিহাব শাহীন বলেন, ছবিটিতে বেশ কিছু বিদেশি টেকনিশিয়ান যুক্ত আছেন। করোনা ভাইরাসের শঙ্কা থেকে সরকারের তরফ থেকে বিদেশিদের যুক্ত না করতে নিরুৎসাহিত করা হয়েছে। পাশাপাশি এর প্রযোজনা প্রতিষ্ঠান জি-ফাইভও করোনার বিষয় পর্যবেক্ষণ করে আসছিল। আজ সকালে প্রযোজনা প্রতিষ্ঠান মেইল করে আমাকে জানায় ১৫ দিনের জন্য শুটিং বন্ধ রাখার জন্য। তাই আপাতত আমরা শুটিংয়ে যাচ্ছি না।
এ নির্মাতা বলেন জানান, এটি ভারতীয় প্রতিষ্ঠান জি-ফাইভ এর প্রথম আন্তর্জাতিক প্রজেক্ট। মূলত সে কারণেও প্রতিষ্ঠানটি নতুন কোনো রিস্ক নিতে চাইছে না।
এ নির্মাতা বলেন, দেশ ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করলে এই সিদ্ধান্তটা যৌক্তিক। আমরা পুরো টিম পাঁচ মাস ধরে প্রজেক্টটি নিয়ে কাজ করছিলাম। সব কিছু চূড়ান্ত, বাকি শুধু ক্যামেরা ওপেন। নির্মাতা হিসেবে এটা আমার জন্য কষ্টের খবর। কিন্তু জাতীয় স্বার্থে এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।
জানা গেছে, ১২০ মিনিট দৈর্ঘ্যে নির্মাণ হবে সিনেমাটি। অপূর্ব-ফারিয়া ছাড়াও এতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, সাফায়েত মনসুর রানা প্রমুখ।