নরসিংদী জেলা যুব মহিলা লীগের বিতর্কিত সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়াকে সংগঠন থেকে বহিষ্কারের পর এবার জেলা যুব মহিলা লীগের কমিটি সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্রের ২৩ধারা মোতাবেক সাংগঠনিক স্থবিরতার দায়ে নরসিংদী জেলা যুব মহিলা লীগের কমিটি সাময়িক স্থগিত করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
গত শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে শামিমা নূর পাপিয়া ওরফে পিউসহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব।
এরপর রাজধানীর ইন্দিরা রোডে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বেশকিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। সোমবার আদালতে হাজির করা হলে আদালত তাকে ১৫ দিনের রিমান্ড দেন।