অনলাইন ডেস্ক : নাটোরের গুরুদাসপুরে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার নয়াবাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন একটি আম গাছ থেকে উদ্ধার হওয়া ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় সড়ক সংলগ্ন একটি আম গাছে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ব্যক্তি সনাতন ধর্মালম্বী বলে সনাক্ত করা হয়।

ওসি বলেন, দুর্বৃত্ত অন্য কোথাও হত্যার পর নয়াবাজার এলাকায় গাছের সাথে মৃতদেহটি ঝুলিয়ে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।