দর্পণ ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনে নাটোরে উদযাপিত হয় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী।
রোববার সকালে নাটোর শহরের কান্দিভিটা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। এছাড়া কেক কেটে নেতাকর্মীরা উদযাপন করেন দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ সময় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।