লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোর শহরের নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ের অনন্যা শ্রাবস্তি (১৩) এর বুদ্ধিমত্তায় মাত্র এক ঘন্টায় বন্ধ হয়ে গেল তার সহপাঠি তমা রায়ের বাল্য বিবাহ। সহপাঠির বাল্য বিবাহের এই ঘটনার কথা জানতে পেরে নাটোরের বিশিষ্ট কবি আশিকুর রহমানের মেয়ে অনন্যা শ্রাবস্তি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পুলিশ বিভাগের দেয়া নারী নির্যাতন বিরোধী নম্বরে কল করেও বিয়ে বন্ধ না হওয়ায় সে তার বাবার সাথে শুক্রবার রাত নয়টার দিকে নাটোর জেলা প্রেস ক্লাবে চলে এসে বিয়ে বন্ধ করার জন্য উপস্থিত সাংবাদিকদের অনুরোধ জানায়। সে আরওা জানায়, শহরের নীচাবাজার এলাকার স্বপন চন্দ্র রায়ের মেয়ে তমা রায় (১৩) তারই সাথে নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে পড়ে। প্রাইভেট পড়তে যাওয়ার পথে পরিচিত কানাইখালী এলাকার অরুণ চন্দ্র দাসের ছেলে অমিত কুমার দাস (২৪) এর সাথে পরিচয়ের সূত্র ধরে দুই পরিবারের পক্ষ থেকে বিয়ে ঠিক করা হয়। শক্রবার ছিল তাদের বিয়ের দিন। এসময় সে আরও জানায় এর কিছু দিন আগেও তার আরও এক সহপাঠি বান্ধবীর বাল্য বিবাহ হয়ে গেছে যেটা কোনভাবেই ঠেকাতে না পারায় তার মনে কষ্ট রয়ে গেছে। সাংবাদিকরা তার মুখে পুরো ঘটনা শুনার পর প্রেস ক্লাব থেকে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলামকে জানানো হয়। তিনি তাৎক্ষণিক নাটোর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামিম ভূইয়াকে ঘটনাটি দেখার জন্য নির্দেশ দেন। ম্যাজিষ্ট্রেট শামিম ভূইয়াা রাত পৌনে ১০টার দিকে শহরের নীচাবাজার এলাকার স্বপন কুমার চন্দ্র রায়ের বাড়িতে গিয়ে দেখতে পান তার মেয়ে তমা রায়ের বিয়েতে আসা আত্মীয়-স্বজন ও অতিথিদের আপ্যায়ন চলছে। এসময় তিনি সব অতিথিদের বিদায় করে দিয়ে মেয়ের বাবা স্বপন চন্দ্র রায় ও ছেলের বাবা অরুন চন্দ্র দাসের কাছে বাল্য বিবাহ না দেয়ার জন্য মুচলেখা নেন। এরপরেও চুপ করে ওই বিবাহ দেয়া হয়ে তাদের শাস্তি ভোগ করতে হবে মর্মে তারা মুচলেখায় লিখিত দেন। এব্যাপারে শনিবার দুপুরে ম্যাজিষ্ট্রেট শামিম ভুইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সকালেও ওই বাড়িতে লোক পাঠিয়ে খবর নেয়া হয়েছে তারা আর বাল্য বিবাহ দেয়ার চেষ্ট করেন নাই। এব্যাপারে নববিধান প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাল্য বিবাহের ঘটনাটি তাকে কেউ জানাননি। জানানো হলে তিনি অবশ্যই সেই বিয়ে আটকানোর ব্যবস্থা করতেন। প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার বুদ্ধিমত্তা দিয়ে বাল্য বিয়ে বন্ধ করা করায় তার ছাত্রী অনন্যা শ্রাবস্তিকে অনুপ্রাণিত এবং অন্যান্যদের উৎসাহিত করতে খুব শীঘ্রই স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানান। সহপাঠির বিয়ে বন্ধ করার এই ধরণের ঘটনাটি নাটোর শহরে বেশ আলোচিত হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.