ইয়ারসেগাম্বা ক্যানসার থেকে শুরু করে নপুংসকতা, প্রায় সব অসুখের মহৌষধ বলে বিশ্বাস অনেকের৷ তাই চীন, নেপাল, ভুটানে এটি হিমালয়ান ভায়াগ্রা বলে পরিচিত৷ যদিও এর গুণের তথ্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়৷

একটি মেডিক্যাল জার্নাল জানাচ্ছে, প্রি ম্যাচিওর শিশুদের ক্ষেত্রে ভায়াগ্রা খুবই জরুরি ওষুধ৷ বিশেষত যেসব শিশুর জন্ম ৩৭ সপ্তাহের আগে হয়ে যায়, তাদের শরীরে নানারকম সমস্যা দেখা যায়৷

অধিকাংশেরই ফুসফুসে সমস্যা থাকে৷ সে সময় ইনকিউবিটরে রেখে শিশুদের চিকিৎসা হয়৷ ব্যবহার করা হয় ভায়াগ্রা৷ রক্তনালীতে অক্সিজেন সরবরাহে যা সাহায্য করে৷

মার্কিন জার্নাল ‘প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস’ বা পিএনএএস-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে ইয়ারসেগাম্বাকে বিশ্বের অন্যতম মূল্যবান বায়োলজিক্যাল পণ্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে৷

গবেষকরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইয়ারসেগাম্বার দাম অনেক বেড়েছে৷ বেইজিংয়ে এর দাম কখনো সোনার চেয়ে তিনগুন বেশিও হতে পারে বলে জানান তারা৷

ফুলের সতেজ রাখে

ফুলের ব্যবসা সারা পৃথিবীতেই হচ্ছে৷ বহু মানুষ এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত৷ কিন্তু এ ধরনের ব্যবসায় ঝুঁকিও বেশি, কারণ, ফুল খুব সহজেই নষ্ট হয়ে যায়৷ শুকিয়ে যায়৷ ফুলকে সতেজ রাখার জন্য অনেকেই ব্যবহার করেন ভায়াগ্রা৷

ইসরায়েল এবং অস্ট্রেলিয়ার গবেষকেরা দেখেছেন, ১ মিলিগ্রাম ভায়াগ্রা ফুলদানির জলে মিশিয়ে দিলে ফুলের জীবনকাল দু’গুণ হয়ে যায়৷

জেট ল্যাগে ভায়াগ্রা

২০০৭ সালে আর্জেন্টিনার গবেষকেরা আবিষ্কার করেন যে, জেট ল্যাগে ভায়াগ্রা একটি অব্যর্থ ওষুধ৷ তবে মানুষের ওপর তাদের পরীক্ষাটি করেননি ওই গবেষকেরা৷ ফলে জেট ল্যাগ হলে সত্যিই ভায়াগ্রা মানুষের উপকারে আসবে কিনা, সে বিষয়ে বহু সমালোচনাও আছে তাদের বিরুদ্ধে৷

সাইকেল চালালে ভায়াগ্রা

অতীতে অ্যাথলিটদের কর্মক্ষমতা বাড়াতে ভায়াগ্রা তেমন সাহায্য করে না বলেই জানিয়েছিলেন গবেষকেরা৷ কিন্তু ২০০৬ সালের একটি গবেষণা বলছে, উঁচু পাহাড়ে সাইক্লিস্টদের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, ভায়াগ্রা তাদের অতিরিক্ত কর্মক্ষম করে তুলেছে৷

বন্যপ্রাণ হত্যা হ্রাস

একসময় মনে করা হতো গন্ডারের সিং, হরিণের কস্তুরী, শিল মাছের যৌনাঙ্গ দিয়ে তৈরি ওষুধ খেলে যৌনজীবন সুখের হয়৷ যৌনতা অক্ষম ব্যক্তিদেরও ওই সমস্ত জিনিস দিয়ে তৈরি ওষুধ খাওয়ানো হতো৷ কিন্তু ভায়াগ্রা আবিষ্কারের পর বাজারে ওই সমস্ত ওষুধের চাহিদা কমে৷ বন্যপ্রাণ হত্যার পরিমাণও চোখে পড়ার মতো কমে যায়৷

যুদ্ধে ভায়াগ্রা

যুদ্ধের সময় শত্রুপক্ষের গোপন তথ্য পাওয়া জন্য স্থানীয় মানুষকে উৎকোচ দেওয়া নতুন কোনো ঘটনা নয়৷ কিন্তু জিনিস বা টাকা দেওয়া পুরনো হয়ে গিয়েছে৷ সব সময় তাতে কাজও হয় না৷ আফগানিস্তানে তালিবানদের বিরুদ্ধে যুদ্ধের সময় মার্কিন সেনারা অনেক সময়েই ভায়াগ্রা উপহার দিতেন৷ স্থানীয় আদিবাসীদের মধ্যে বহু বিবাহের চল আছে৷ বহু বিবাহ সেখানে স্বাভাবিক৷ বহু বয়স্ক মানুষেরই তরুণী বউ৷ ভায়াগ্রা তাদের খুবই উপকারে লাগতো৷

নারীদের ভায়াগ্রা

বহু অনলাইন দোকান মেয়েদের জন্যও ভায়াগ্রা বিক্রি করে৷ তাদের দাবি, নারীদের যৌন জীবনে ভায়াগ্রা উত্তেজিত করে৷ কিন্তু বাস্তবে তেমন কোনো তথ্য পাওয়া যায় না৷ অনেকেই গবেষণা করে দেখেছেন যে, নারীদের জীবনে ভায়াগ্রার কোনো প্রভাব নেই৷

ভায়াগ্রা ফ্যান

অভিনেতা মাইকেল ডগলাস মনে করেন, ভায়াগ্রা একটি অসাধারণ ওষুধ৷ভায়াগ্রার বিজ্ঞাপনে দেখা গিয়েছে বব ডোলের মতো মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রার্থীকেও৷ ‘গডফাদার’ ছবির বিখ্যাত অভিনেতা জেমস কান একসময় বলেছিলেন যে, তিনি সামান্য ভায়াগ্রা নিয়ে থাকেন৷

২০১০ সালে ‘প্লে বয়’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হেফনার একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, ঈশ্বরের সেরা সৃষ্টির অন্যতম ভায়াগ্রা৷