নরেন্দ্র মোদী

রবিবার (৮ মার্চ) সকালে তিনি টুইট করেন, ‘সাতজন কৃতী নারীর হাতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তুলে দিচ্ছি। তারাই আজ নিজেদের জীবনের গল্প ভাগ করে নেবেন সকলের সঙ্গে।’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে পূর্ব ঘোষণা মতো নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট “নারী শক্তি”র হাতে ছেড়ে দিয়ে দিনটিকে দেশের তাদের প্রতি উৎসর্গ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার (৮ মার্চ) সকালে তিনি টুইট করেন, “সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ‘সাইন অফ’ করছি। সাতজন কৃতী নারীর হাতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তুলে দিচ্ছি। তারাই আজ নিজেদের জীবনের গল্প ভাগ করে নেবেন সকলের সঙ্গে।” 

এক প্রতিবেদনে এখবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার।

মোদী টুইটে আরও বলেন, “আন্তর্জাতিক নারী দিবসকে স্বাগত। আমাদের নারীশক্তির উদ্যম ও কৃতিত্বকে কুর্নিশ জানাই। কয়েকদিন আগেই বলেছিলাম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দিয়ে দেবো। আজ সাত কৃতী নারীর হাতে সেই অ্যাকাউন্টগুলো তুলে দিচ্ছি।” 

গত ৩ মার্চ সন্ধ্যায় মোদী হঠাৎই টুইট করেন, “রবিবার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা ভাবছি। (এবিষয়ে) আপনাদের সকলকে জানাবো।’’ মোদীর এই টুইটের পরই হইচই পড়ে যায় রাজনীতিক থেকে আমজনতার মধ্যে। জল্পনা শুরু হয় তাহলে কি সত্যিই মোদী সোশ্যাল মিডিয়া থেকে সন্ন্যাস নিচ্ছেন!

চারদিকে যখন তার টুইট নিয়ে জল্পনা তুঙ্গে, মোদী ফের তার টুইটের টুইস্টে চমকে দেন সকলকে। ওই টুইটে তিনি জানান, সন্ন্যাস নিচ্ছেন না বরং তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হাতবদল করতে চলেছেন। বলেন, “আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নিজের অ্যাকাউন্টগুলি এমন কিছু নারীর হাতে তুলে দেবেন যাদের জীবন ও কাজ সকলকে অনুপ্রাণিত করে।”

Greetings on International Women’s Day! We salute the spirit and accomplishments of our Nari Shakti.
As I’d said a few days ago, I’m signing off. Through the day, seven women achievers will share their life journeys and perhaps interact with you through my social media accounts.