পিজেএফ সদস্য পরিবারের শিল্পী- স্মৃতি রানী
বিনোদন রিপোর্টার : ঢাকায় বসবাসরত পটুয়াখালী জেলাবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে পটুযাখালী উৎসব ২০১৮। ১৪ সেপ্টেম্বর বিকেলে জাতীয় প্রেসকাবে এই মিলনমেলার আয়োজন করে পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা।

সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে পিজেএফ সদস্য পরিবারের শিল্পী- স্মৃতি রানী, অর্পিতা রায় মায়াবী, স্বাত্বিক বন্দোপাধ্যায় ও সিফাত আহমেদ সাবাব সংগীত পরিবেশন করেন। এর পরে বাংলাদেশের স্বনামধন্য শিল্পীবৃন্দ – ভাওয়াইয়া শিল্পী সফিউল আলম রাজা,

 

উদিয়মান কন্ঠশিল্পী ডালিয়া সুলতানা ডলি, বিটিভির আঞ্জুমান আরা শিমুল, চ্যানেল আইর সেরাকণ্ঠ বাপ্পি, চ্যানেল ৯ এর পাওয়ার ভয়েস আয়েশা মৌসুমী এবং এনটিভির রাত্রী চৌধুরী তাঁদের সংগীত দিয়ে দর্শকদের মাতোয়ারা করে রাখেন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত।
জমকালো পটুয়াখালী উৎসবে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে কর্মরত পটুয়াখালী জেলার রাজনৈতিক, ব্যবসায়ী ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা পরিবারসহ অংশ নেন।

এর পূর্বে বিকেল ৩.৩০মি: উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিজেএফ সভাপতি হাসান আরেফিন। সংগঠনের সাধারণ সম্পাদক হরলাল রায় সাগরের পরিচালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন পটুয়াখালী উৎসবের উদ্বোধক সমাজসেবক, শিক্ষানুরাগী, শিল্পপতি আজমাত গ্রুপের চেয়ারম্যান ড. মো. আতহার উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদফতরের সাবেক মহাপরিচালক আব্দুল মান্নান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কাজল বরণ দাস, পিজেএফ সহ-সভাপতি সহিদুল ইসলাম রানা। স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন কমিটির আহবায়ক রুহুল আমিন রাসেল। কোর আন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিএফইউজের প্রয়াত সভাপতি আলতাফ মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোস্তাক হোসেন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য প্রিয় কাগজ সম্পাদক গোলাম মোস্তফা তালুদারের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। এর আগে বেলুন উড়িয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন ড. মো. আতহার উদ্দিন।