মো: আ: রশীদ হাওলাদার, পটুয়াখালী প্রতিনিধি: মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ সফল উৎক্ষেপনে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্যাটেলাইটের অন্যতম উদ্ভাবক সজিব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানাতে ছাত্রলীগের আনন্দ মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন ।
গতকাল সোমবার বেলা ১১টায় পটুয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গন থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুড়ালে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবিএম শাহজাহান পারভেজ (শাহজাহান ভুইয়া), শহর আওয়ামীলীগের সভাপতি শাহ জালাল খান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভুইয়াসহ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.