ছবি: ডেইলি বাংলাদেশ

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সময় তিনি এ কথা বলেন। এ সময় একই বিভাগের শিক্ষক ও বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুয়াজ্জেম হোসাইন বলেন, ভোক্তার হাতে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে বিএসটিআই সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ ক্ষেত্রে ছোট-বড় কারো সঙ্গে আপোষ নেই।

বিএসটিআই’র মানচিহ্নকে আমরা জনগণের আস্থার জায়গায় নিতে চাই। পাশাপাশি বাধ্যতামূলক ১৮১টি পণ্যে বিএসটিআই’র লোগো না থাকলে ক্রয় না করার আহ্বান জানান সংস্থাটির মহাপরিচালক।