আনুষ্ঠানিক এক বিবৃতিতে আজ (৪ জুন) বিচ্ছেদের ঘোষণা দিয়ে শাকিরা জানিয়েছেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সন্তানেরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, তাদের ভালোর জন্যই আমাদের ব্যক্তিগত বিষয়ে সম্মান দেখানোর আহ্বান জানাই। বিষয়টি বুঝতে পারার জন্য সবাইকে ধন্যবাদ।’
স্প্যানিশ সংবাদমাধ্যমে গুঞ্জন, এখন বার্সেলোনায় একটি অ্যাপার্টমেন্টে আলাদা থাকছেন পিকে। অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পিকে ধরাও পড়েছেন শাকিরার কাছে। শুধু তাই নয়, বিভিন্ন নারী সঙ্গী নিয়ে বিভিন্ন পার্টিতে যাওয়ার অভিযোগ পিকের বিরুদ্ধে।
২০১০ সালের বিশ্বকাপের সময় থেকেই পিকের সঙ্গে সম্পর্কে জাড়ান পিকে। সে থেকে দীর্ঘ ১২ বছর একসঙ্গে থেকেছেন দুজনে। যদিও ১২ বছরের সম্পর্ককে কখনো বিয়েতে রূপ দেননি পিকে ও শাকিরা। দুজনের দুটি সন্তান আছে। বড় ছেলে মিলানের বয়স ৯, আর সাশার বয়স ৭।