অনলাইন ডেস্ক :শুক্রবার বানিগালায় ইমরান খানের বাসায় তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেতাদের বৈঠকের পর ঘোষণা দেওয়া হয় পাকিস্তানের ২১তম প্রধানমন্ত্রী হিসেবে ১৮ আগস্ট শপথ নেবেন ইমরান খান।

এছাড়া বৈঠকে পাকিস্তান সংসদের স্পিকার হিসেবে আসাদ কায়সারের নাম মনোনয়ন দেওয়া হয়। পাঞ্জাবের গর্ভনর এবং পাঞ্জাবের স্পিকার হিসেবে যথাক্রমে চৌধুরী সারওয়ার ও চৌধুরী পারভেজ এলাহীর নাম মনোনয়ন দেওয়া হয়। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে কারো নাম মনোনয়ন দেওয়া হয়নি।

পিটিআই মুখপাত্র ফাহাদ চৌধুরী পাকিস্তানের গণমাধ্যম ডন’কে এসব তথ্য জানান।

ডনের প্রতিবেদনে জানানো হয়, ইমরান খানের শপথ গ্রহণের আগে আগামী ১৫ অথবা ১৬ আগস্ট স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে ভোট হতে পারে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এতে ১১৬টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ইমরানের দল পিটিআই। তবে নিয়ম অনুসারে দেশটির পার্লামেন্টের একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৩৭টি আসন। একক সংখ্যাগরিষ্ঠ না হওয়ায় ইমরানকে এখন জোট সরকার গঠন করতে হচ্ছে।