দর্পণ ডেস্ক : রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে পেছেনে ফেলে রেকর্ড ২১তম গ্র্যান্ডস্লাম জয়ের সুযোগ ছিল নোভাক জকোভিচের সামনে। সুযোগ ছিল ৫২ বছরের ইতিহাস ভেঙে এক মৌসুমে চার-চারটি গ্র্যান্ডস্লাম জয়ের। কিন্তু কোনোটিই স্পর্শ করতে পারলেন না বিশ্ব টেনিস র্যাঙ্কিয়ে এক নম্বর তারকা জকোভিচ।
গতকাল রোববার দিবাগত রাতে ইউএস ওপেনের ফাইনালে জকোভিচকে ৬-৪, ৬-৪ ও ৬-৪ সেটে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন রাশিয়ার দানিল মেদভেদেভ। মেদভেদেভ এর আগে দুইবার জকোভিচের কাছে ফাইনালে হেরেছিলেন। সেই জকোভিচকে হারিয়েই জিতে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম।
প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের পর মেদভেদেভ বলেন, আমি আমার দলকে ধন্যবাদ জানাই। যারা এখানে এসেছেন এবং খেলা দেখেছেন। আমার বাবা-মা, আমার পরিবার, আমার বোন। আমার কিছু বন্ধুরাও এখানে এসেছে। তাদের সকলকে ধন্যবাদ, তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.