অনলাইন ডেস্ক : ১৯৩৬ সালে ভারতের হকি দলের সহকারী ম্যানেজার ছিলেন তপন দাস।পর্দায় তপন দাসের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মৌনী রায়। ছবিতে তপন দাস ও তার স্ত্রী মনোবিনা দাস দু’জনই বাঙালি। এ কারণে ছবিতে বেশ কিছু বাংলা সংলাপ রাখা হয়েছে। শুধু বাংলা সংলাপ নয়, পাশাপাশি রয়েছে একটি বাংলা গানও।

স্বাধীন জাতি হিসেবে অলিম্পিকে স্বর্ণজয়ের স্বপ্ন দেখতেন তিনি। ১৯৪৮ সালে তার সেই স্বপ্ন পূর্ণতা পায়। অলিম্পিকে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ের সেই প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবি ‘গোল্ড’। আসছে ১৫ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

 

বৃহস্পতিবার অক্ষয় কুমার টুইটারে ছবির একটি গান শেয়ার করেছেন। কয়েকমাস আগে প্রকাশ পাওয়া ছবির গান ‘ন্যায়নো নে বাঁধি’র বাংলা ভার্সন এটি। বাংলা-হিন্দি দুটিই গেয়েছেন ও সুর করেছেন অর্ক মুখার্জি। তবে হিন্দি গানটি অর্ক লিখলেও বাংলা ভার্সন লিখেছেন চন্দ্রাণী গাঙ্গুলি।