আমাদের আনসার বাহিনীরা চৌকোস একটি বাহিনী হিসেবে আজকে প্যারেডের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে। সব সময় আনসার বাহিনীরা ভাল কাজ করে থাকে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই ব্যাটালিয়নকে সৃজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরে কালিয়াকৈর সফিপুর সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ)’ সমাপনী কুচকাওয়াজ এবং নবসৃজিত আনসার গার্ড ব্যাটালিয়নের ‘ফ্ল্যাগ রেইজিং’ অনুষ্ঠিন শেষে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ওমর ফারুককে সেরা ড্রিল, ফয়সাল কবিরকে সেরা ফায়ারার এবং শাহিন আলমকে চৌকস প্রশিক্ষণার্থী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ