দর্পণ ডেস্ক : ভারতে ধেয়ে আসছে আরেক ঘূর্ণিঝড় নিসর্গ। আম্পানের রেশ কাটতে না কাটতেই আবার তাণ্ডবলীলা চালাতে পারে এটি। জানা গেছে, প্রবল শক্তি নিয়ে মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড়টি।
সেসময় এর গতিবেগ থাকার কথা ১১৫ থেকে ১২৫ কিলোমিটারের মধ্যে। সমুদ্রের ঢেউ উঠতে পারে ৬ ফুট পর্যন্ত। প্রবল বৃষ্টিরও আশঙ্কা আছে। তবে নিসর্গ তাণ্ডবলীলা চালাতে পারে মুম্বাইয়ে। করোনার জেরে এমনিতেই বেহাল দশা মুম্বাইয়ের। দেশটিতে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে মুম্বাই তথা মহারাষ্ট্রেই। এ অবস্থায় সেখানে নিসর্গ তাণ্ডব চালালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
ইতোমধ্যে উপকূলের লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে। মুম্বাই ও এর আশপাশের এলাকাগুলোতে জারি হয়েছে উচ্চ সতর্কতা। নিসর্গ নামটি বাংলাদেশের দেয়া, এর আগে ঘূর্ণিঝড় ফণীর নামও রেখেছিল বাংলাদেশ।