অনলাইন ডেস্ক : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে স্বীকার করে তাদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেছেন, কোমলমতি শিশু-কিশোরদের আন্দোলনে এখন স্বাধীনতাবিরোধী চক্র ঢুকে পড়েছে। তারা এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশকে অস্থিতিশীল করতে চায়। সে জন্য ঢাকা মহানগর পুলিশকে এ ব্যাপারে প্রয়োজনে কঠোর হতে হবে। কেননা সড়কে নাগরিকদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।

রোববার ডিএসসিসি নগরভবনে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশে কাউন্সিলরদের থাকার নির্দেশ দেন।

ডিএসসিসির মেয়র বলেন, রাজধানীসহ দেশের সর্বত্র গণপরিবহনের শৃঙ্খলা রক্ষায় সরকারি সংস্থাগুলোর উদ্যোগগুলো জনগণকে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তবে এটা একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়মের কারণে গণপরিবহনের এমন ভগ্নদশা। তবে ঢাকা শহরে প্রয়াত মেয়র আনিসুল হকের গৃহীত গণপরিবহনের শৃঙ্খলা রক্ষার উদ্যোগ বাস্তবায়ন করা হবে। সে লক্ষ্যে আজ সোমবার নগরবাসীর সঙ্গে ডিএসসিসি মতবিনিময় করবে। মতবিনিময়কালে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিত হওয়ার অনুরোধ জানান মেয়র।

সাঈদ খোকন আরও বলেন, গত ২৯ জুলাই রাজধানীর রমিজ উদ্দিন স্কুলের দুই নিরীহ শিক্ষার্থী বাসের চাপায় নিহত হওয়ার ঘটনায় যে অহিংস আন্দোলন শুরু হয়েছিল, সেটা ছিল যৌক্তিক। তবে এখন তৃতীয় পক্ষ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এ কারণে ডিএসসিসির সব জনপ্রতিনিধিকে নগরবাসীকে সঙ্গে নিয়ে নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার নির্দেশ দেন মেয়র। নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করারও অনুরোধ জানান তিনি।

এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, দেশে এমন বড় সংকট নেই যে, তার সমাধান করা সম্ভব নয়। নিরাপদ সড়ক নিশ্চিত করাও সম্ভব। এতদিন যেটা হয়নি, সেই দুর্বলতা চিহ্নিত করে তার সমাধান করা হবে। তবে হট্টগোল করে কোনো সমস্যার সমাধান করা যায় না।

তিনি আরও বলেন, একটি ন্যায়সঙ্গত আন্দোলন কখনোই অন্যায় করতে পারে না। কোনো নাগরিক আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না। অভিভাবকদের তিনি সন্তানদের সড়ক থেকে তুলে নেওয়ার অনুরোধ জানান। কেননা সন্তানদের কখনোই আইন হাতে তুলে নেওয়ার কথা বলা যায় না।

সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলালসহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।