দর্পণ ডেস্ক : পিএফএর ম্যানস প্লেয়ার অব দ্য ইয়ার ম্যানচেস্টার সিটি মিড-ফিল্ডার কেভিন ডি ব্রুইনে। ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড, মেরিট এওয়ার্ড মার্কাস রাশফোর্ডের। উইমেন্স প্লেয়ার অব দ্য ইয়ার চেলসির বিথ্যানি। মেয়েদের ক্যাটেগরিতে ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার এই পুরস্কার উঠেছে ম্যানসিটির লরেন হ্যাম্পের হাতে।
২৯ বছর বয়সী ম্যানসিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে, গেল মৌসুমে মোট ১৩ গোলের সাথে অ্যাসিস্ট করেছেন বিশটায়; সিটিজেনদের হয়ে প্রথমবার পিএফএ প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন বেলজিয়ান সুপার স্টার। একইসাথে ম্যানসিটি মিডফিল্ডার জায়গা কোরে নিয়েছেন টিম অব দ্য ইয়ারেও। সেরা হতে ব্রুইনে পেছনে ফেলেছেন গেলবারের উইনার ভার্জিল ভ্যান ডাইক, আরনল্ড, সাদিও মানে, হ্যান্ডারসন, সিটি টিম মেইট রাহিম স্টার্লিংকে। টানা ৩য় বারের মতো প্লেয়ার অব দ্যা ইয়ার নির্বাচিত হল চ্যাম্পিয়ন দলের বাইরে থেকে।
পিএফএ প্লেয়ার অব দ্য ইয়ার জয়ী কেভিন ডি ব্রুইনে বলেন, এটা অনেক বড় সম্মানের। নিজের কলিগ, প্রতিপক্ষ দলের খেলোয়াড় যাদের বিপক্ষে মাঠে আপনি লড়াই করেন তারাই আপনাকে সেরা নির্বাচিত করতে ভোট করেছে; এটা অসাধারণ ব্যাপার।
লিভারপুলের ২১ বছর বয়সী ফুল ব্যাক আলেকজান্ডার আরনল্ড পেলেন ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার। ডি ব্রুইনের পরেই চার গোল আর তের অ্যাসিস্ট করে সেরা হলেন ইপিএল চ্যাম্পিয়ন ক্লাবের সদস্য আরনল্ড। পিএফএ মেরিট এওয়ার্ড ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মার্কাস রাশফোর্ডের।