অনলাইন ডেস্ক : বাংলা ফ্লিম ইন্ডাস্ট্রির কিং শাকিব খান। দুই বাংলায় তার বহুল জনপ্রিয়তা। অভিনয়ের পাশাপাশি শাকিব প্রযোজনার সঙ্গেও যুক্ত। দুই বছর আগে শাকিব তার ‘বসগিরি’ ছবিতে বুবলিকে নায়িকা হিসেবে উপহার দেন। সেই বুবলি আজ দারুণ জনপ্রিয়।
শাকিব-বুবলি জুটির ‘বসগিরি’, ‘অহংকার’, ‘শুটার’, ‘রংবাজ’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিগুলো দর্শক গ্রহণও করেছে। মুক্তির অপেক্ষায় আছে কয়েকটি ছবি।
এবার শাকিব খান ইন্ডাস্ট্রিকে নতুন দুই নায়ক উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শাহীন সুমনের রোমান্টিক থ্রিলার ছবিতে শাকিবের পাশাপাশি সুযোগ দেওয়া হবে তাদের।
শাকিব বলেন, সেপ্টেম্বর থেকে নাম ঠিক না হওয়া ছবিটির শুটিং শুরু। তার আগে গ্রুমিংয়ের মাধ্যমে দুজনকে তৈরি করে নেব। আগ্রহীরা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ায় অথবা শাহীন সুমনের সঙ্গে যোগাযোগ করলেই হবে।
তাদের ছবি ও বায়োগ্রাফি দেখে আমরা প্রাথমিক বাছাই করব। তারপর ক্যামেরা লুক ও স্ক্রিন টেস্ট হবে। আশা করছি, যাদের পছন্দ করব তারা লম্বা রেসের ঘোড়া হবে। জয় করবে দর্শক মন।