চট্টগ্রাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও মুজিব বর্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত ২০দিনব্যাপি অমর একুশে বইমেলায় তিনদিনব্যাপি লেখক সম্মিলন শুরু হচ্ছে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে প্রতিদিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে লেখক সম্মিলন।
সম্মিলনে হাসনাত আব্দুল হাই, তপোধীর ভট্টাচার্য, মুহম্মদ জাফর ইকবাল, আবুল মোমেন, হরিশংকর জলদাস, আনিসুল হক, বিশ্বজিৎ চৌধুরী, রাশেদ রউফ, ওমর কায়সার, মহীবুল আজিজ, জিএইচ হাবিব, বাদল সৈয়দ, মোশতাক আহমেদ, জিললুর রহমান, শহীদ মাহমুদ জঙ্গি, আরিফ আর হোসাইন এবং আরও অনেক প্রথিতযশা লেখক উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এসি/টিসি