দর্পণ ডেস্ক : ‘ফেস অব বাংলাদেশ’ হিসেবে জয়া আহসান গত ২২ সেপ্টেম্বর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব মঞ্চে উপস্থিত ছিলেন। জয়া জানান, পুরো টুর্নামেন্টে তিনি এবং তার প্রযোজিত ‘দেবী’ চলচ্চিত্রের পুরো টিম যুক্ত আছেন।
ইতিমধ্যেই সিলেটে প্রচারণা শেষে কক্সবাজার এবং সর্বশেষ ১২ অক্টোবর ফাইনাল খেলায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হাজির থাকবেন জয়া আহসান ও তার ‘দেবী’ দল। সেখানে উপস্থিত দর্শকদের জন্য থাকছে বেশ কিছু চমক।
‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল- ২০১৮’-এর সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘আমি অভিনয়ের মানুষ। খেলাধুলায় বিশেষজ্ঞ নই। কারণ শুধু ফুটবলই নয়, এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত আছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর নাম। বিষয়টি নিয়ে আমি বেশ গর্বিত।’
জয়া আহসান আরও বলেন, ‘কথা দিচ্ছি, শুধু এই টুর্নামেন্ট নয়, ভবিষ্যতে আমাদের ক্রীড়াঙ্গনের যে কোনও খেলায় অনুপ্রেরণা দেবার জন্য পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো।’